ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আগামীকাল থেকে শুরু ইউরোর নকআউট পর্ব
  • ক্রীড়া ডেস্ক
  • ২০২৪-০৬-২৮ ০৬:১১:১৬

ফুটবল বিশ্বকাপের পর অন্যতম জমজমাট আসর উয়েফা ইউরো। ইউরোপিয়ান ফুটবলকে বলা হয় খেলাটির পাওয়ার হাউজ। শক্তি-সামর্থ্যে খুব বেশি পার্থক্য থাকে না দলগুলোর। জার্মানিতে চলছে ইউরোর ১৭তম আসর। দেখতে দেখতে শেষ হলো গ্রুপ পর্ব। এবার নকআউটের পালা।

নকআউট পদ্ধতির দ্বিতীয় পর্ব শুরু হবে আগামীকাল শনিবার (২৯ জুন) থেকে। রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও সুইজারল্যান্ড। স্বাগতিক জার্মানি মাঠে নামবে পরের দিন। ৩০ জুন তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। একইদিন স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে দেওয়া জর্জিয়া খেলবে স্পেনের বিপক্ষে। রাউন্ড অব সিক্সটিনের সবচেয়ে বড় ম্যাচ সম্ভবত ফ্রান্স-বেলজিয়ামের। ১ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরদিন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল লড়াইয়ে নামবে স্লোভেনিয়ার সঙ্গে।

 ২ জুলাই আরও একটি ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ রোমানিয়া। অস্ট্রিয়া-তুরস্কের ম্যাচ দিয়ে ৩ জুলাই শেষ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। বিজয়ী আট দল পা রাখবে কোয়ার্টার ফাইনালে। সেটিও অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতেই।

রাউন্ড অব সিক্সটিনের সূচি

ইতালি-সুইজারল্যান্ড

২৯ জুন, রাত ১০টা

জার্মানি-ডেনমার্ক

৩০ জুন, রাত ১টা

ইংল্যান্ড-স্লোভাকিয়া

৩০ জুন, রাত ১০টা

স্পেন-জর্জিয়া

১ জুলাই, রাত ১টা

ফ্রান্স-বেলজিয়াম

১ জুলাই, রাত ১০টা

 পর্তুগাল-স্লোভেনিয়া

২ জুলাই, রাত ১টা

নেদারল্যান্ডস-রোমানিয়া

২ জুলাই, রাত ১০টা

অস্ট্রিয়া-তুরস্ক

৩ জুলাই, রাত ১টা

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স