ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনাত রেহেনা খানের আসন গ্রহন
  • কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • ২০২৪-০৬-২৭ ০৩:৫০:২৩
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা গত ২১ মে উপজেলা নির্বাচন সম্পন্ন হওয়ায় কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে ২৭১৯২ ভোট পেয়ে জিনাত রেহেনা খান নির্বাচিত হয়ে গত সোমবার এই দিনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এর অফিস কক্ষে প্রথম কার্য দিবসে আসন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তার পরিবারের সদস্যবৃন্দ পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মকিম মোল্লা, মোঃ জালাল মোল্লা (ঝালু), রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম মোল্লা,সহ উপজেলা আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জিনাত রেহানা খান সাংবাদিকের এক সাক্ষাৎকারের সময় তিনি বলেন, আজকের এই দিনে আমি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পরবর্তীতে প্রথম কার্য দিবসে অফিসে বসে আমি অনেক আনন্দিত সর্বোপরি কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে আমাকে যারা আপনারা ভোট দিয়েছেন বা দেননি দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপজেলা পরিষদের মহিলা ভাই চেয়ারম্যানের অফিসে আপনারা আপনাদের সবাইকে চা খাওয়ার দাওয়াত রইলো এবং আপনাদের যেকোনো কাজে আমি আমার সাধ্যমত উপকার করার চেষ্টা করব পরিশেষে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদের যে কোন কাজে আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে পারি।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত