নীলফামারী সদর উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে পুর্নবাসিতদের দশদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার ভুমি মলি আক্তার।
লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান, টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বক্তব্য দেন এতে।
প্রশিক্ষণে পলাশবাড়ি, টুপামারী, লক্ষ্মীচাপ ও ইটাখোলা ইউনিয়নের ২৮৯জন অংশ নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান, পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে অংশগ্রহণকারীদের। যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, প্রাণি সম্পদ ও সমাজ সেবা অধিদপ্তরের প্রশিক্ষকগণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন এতে।
তিনি বলেন, মুলত আয়বর্ধক কর্মকান্ডে যাতে তারা সম্পৃক্ত হতে পারে এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।