ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
জয়ের পরেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা
  • খেলা ডেস্ক
  • ২০২৪-০৬-২৬ ০৫:২৩:১৯

১-০ গোলের  জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। কিন্তু এই জয়ের পরেও তেমন একটা স্বস্তিতে নেই আর্জেন্টিনা। ম্যাচের ২৪ মিনিটে উঠে যেতে হয়েছিল লিওনেল মেসিকে। চিলির ডিফেন্ডারের শরীরী ফুটবলের মুখে অনেকটাই খেই হারিয়ে ফেলেছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। পায়ের মাংসপেশিতে খানিক অস্বস্তিতে ভুগছিলেন মেসি। সাইডলাইনে খানিক শুশ্রূষা শেষে আবার মাঠে ফেরেন তিনি। পরে অবশ্য পুরো ম্যাচটাই শেষ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে মেসির মাংসপেশি সংক্রান্ত জটিলতা থাকায় এমন দৃশ্য চাপে ফেলেছে সকলকে। 

ম্যাচ শেষে মিক্সড জোনে মেসিও জানালেন অস্বস্তি থাকার কথা। জানিয়েছেন আগামীকাল স্থানীয় সময় বুধবারে ফিটনেস টেস্ট করাবেন তিনি। এরপরেই জানা যাবে পরবর্তী ধাপ নিয়ে। সঙ্গে এও জানিয়েছেন, জ্বর নিয়েই চিলির বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। ছিল গলাব্যাথার মতো সমস্যাও। 

ইনজুরি নিয়ে মিক্সড জোনে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন মহাতারকা জানান, ‘আমি কী জানি (ইনজুরি নিয়ে)? এটুক বলতে পারি, খানিক অস্বস্তি হচ্ছিল তবে আমি খেলা শেষ করতে পেরেছি। আশা করি এটা গুরুতর কিছুই না। আমি কোন চাপ অনুভব করিনি। পেশি শক্ত হয়ে আসছিল। অস্বস্তির কারণে আমার স্বাভাবিক চলাফেরাই কঠিন হয়ে এসেছিল ওই মুহূর্তে। কাল দেখব, কীভাবে খেলা চালিয়ে নেয়া যায়।’  

 আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সূত্র টিওয়াইসি স্পোর্টস তাদের খবরে জানিয়েছে, আগামীকালই নিজের অ্যাডাক্টর পেশিতে স্ক্যান করাবেন। চলতি মৌসুমে শুরু থেকেই পায়ের মাংসপেশির সমস্যায় ভুগছিলেন তিনি। ক্লাব ইন্টার মায়ামির হয়েও বেশ কিছু ম্যাচ তিনি মিস করেছিলেন। 

 এরপরই মেসি জানালেন নিজের বর্তমান অসুস্থতার কথা, ‘কয়েকদিনের গলাব্যাথা আর জ্বর নিয়ে আমি এখানে এসেছি। হয়ত ওটাই আজ আমার ক্লান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা পুরাতন কোনো সমস্যা না, এটা সাময়িক।’ 

 কোপা আমেরিকায় টানা দুই জয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেই ফেলেছে। পরের ম্যাচটায় তাই খানিক নির্ভার হয়েই খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসিও আভাস দিলেন পরিবর্তনের, ‘সময় কীভাবে পার হচ্ছে সেটা দেখতে হবে। আমি এখনো সেরে উঠছি। কিন্তু হ্যাঁ, আজ আমরা গুরুত্বপূর্ণ একটা ধাপ পার করেছি। কিন্তু টানা অনেকগুলো ম্যাচ আছে। অনেকটা ভ্রমণ করতে হবে। আমরা সামনে কী আসছে, তা নিয়ে ভাববো।’ 

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স