ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
বিএডিসি'র প্রশিক্ষণ পেল বরিশালের ৫০জন ডিলার
  • বরিশাল প্রতিনিধি
  • ২০২৪-০৬-২২ ১২:৪৬:৪৯
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে ডিলার পর্যায়ে সার বরাদ্দ, উত্তোলন এবং লাইসেন্স নবায়নের ব্যবস্থাপণা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২২ জুন সকাল ৯ টায় বিএডিসি'র বরিশাল সদর দপ্তরে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এক দিনের এই কোর্সে বরিশাল বিভাগের প্রতি উপজেলা থেকে ১ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। বিএডিসি বরিশাল এর যুগ্ম পরিচালক (সার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম-সচিব, সদস্য পরিচালক (অর্থ), বিএডিসি, ঢাকা জনাব মোঃ ওসমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) কৃষিবিদ মোঃ আজিম উদ্দিন, বিএডিসি, ঢাকা। বিএডিসি'র উপ সহকারী পরিচালক (সার), বিএডিসি, বরিশাল ও প্রশিক্ষণ কোর্স পরিচালক মোঃ জহুরুল ইসলাম; উপ সহকারী পরিচালক (সার), বিএডিসি, বরিশাল ও প্রশিক্ষণ সমন্বয়কারী: মোঃ ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ কৃষি উৎপাদনের মৌলিক উপকরণ গুনগত মান সম্পন্ন সার কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্য পৌঁছে দেওয়ার ঘোষণা দেয়। ডিলারদের লাইসেন্সের বিপরীতে প্রতি মাসে বরাদ্দকৃত সার মাসের ২৫ তারিখের মধ্যে উত্তোলন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সুষম সার ব্যবহার করে কৃষি উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি কমিয়ে খাদ্য স্বয়ংসম্পূন্নতা অর্জন সম্ভব বলে মনে করেন বক্তারা । ভেজাল সার যাতে অসাধু কোন চক্র বাজারজাত করতে না পারে সে জন্য ডিলারদের কে ভেজাল সার সনাক্ত করা উপায় ব্যবহারিক ভাবে শিখানো হয় এবং এ ক্ষেত্রে ডিলারদেরকে অগ্রণী ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়। এসময় বিএডিসি'র সার ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন প্রশিক্ষণে অংশ নেয়া ডিলারগণ । বর্তমানে ডিলার দের কেজি প্রতি পরিবহনসহ কমিশন টাকা আরো বাড়িয়ে দেওয়ার জন্য ডিলার গণ কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান। টিএসপি, এমওপি ও ডিএপি সারের পাশাপাশি ইউরিয়া সার বিএডিসি'র মাধ্যমে আমদানিসহ ডিলারের মাঝে বিতরণ করতে কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন ডিলাররা। কৃষক পর্যায়ে চীনা ডিএপি সারের চাহিদা বেশি থাকায় চীনা থেকে ডিএপি সার আমদানির জোর অনুরোধ জানান ডিলার গণ। পটুয়াখালীর ডিলাররা বরিশাল গুদাম থেকে সার ডেলিভারি নিতে অনুরোধ জানান ।
 পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
 ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার  ছাত্র-জনতার  সরকার
শেখ হাসিনা সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী ছিলেন: মামুনুল হক