ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৪-০৬-১৯ ০৬:৩৯:০৩

কক্সবাজারের রামুতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের কোন এক সময় ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

নিহতরা হলেন, ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, রাত ২-৩ টার দিকে এই হত্যাকান্ড ঘটেছে। কারা কেন এই হত্যা করেছে বিষয়টি পরিষ্কার না। হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী