সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, বিএনপি-জামাতের সময় টিআর-কাবিখার বরাদ্দগুলোর হদিস পাওয়া যেতো না, সে সময়ের সরকারী দলের নেতাকর্মীরা লুটপাট করতো আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময় স্বচ্ছতার সাথে এগুলো বিতরণ হচ্ছে এবং তৃণমুলে প্রকল্পগুলোর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর সুফল পাচ্ছেন স্থানীয় মানুষরা।
শনিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসুচি টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় প্রকল্পের চেক এবং কাবিখার ডিও প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) বাবুল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আশরাফুল হক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টিআর কর্মসুচিতে ১১১টি প্রকল্পের বিপরিতে ৭১লাখ ৩৩ হাজার টাকার চেক এবং কাবিখা কর্মসুচিতে ১৩টি প্রকল্পে ১১৬ মেট্রিক টন চাল ও গমের ডিও বিতরণ করা হয়।
এদিকে বিকেলে সংসদ সদস্যের বাসভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত চিকিৎসা সহায়তা বাবদ ১৪জনের মাঝে ৮লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, চিকিৎসা সহায়তা হিসেবে ১৩জনকে ৫০ হাজার করে ৬লাখ ৫০ হাজার এবং ১জনকে ২লাখ টাকার চেক বিতরণ করা হয়।