ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে সেতু থেকে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৪-০৬-০৯ ০৭:৫৪:২০

সিরাজগঞ্জ সদর উপজেলায় বেইলি ব্রিজের খোলা পাটাতনের ফাঁকা দিয়ে জলাশয়ে পড়ে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চন্ডিদাসগাতি এলাকায় এ র্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

নিহত সাহেব আলী (৫০) উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মাঙ্গন আলীর ছেলে এবং স্থানীয় লাভলু-বাবলু কম্পোজিট কারখানার শ্রমিক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চন্ডিদাসগাতি বেইলি ব্রিজটি প্রায় দুই মাস আগে দেবে যায়। সম্প্রতি সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগ ব্রিজের একাংশের পাটাতন সরিয়ে ফেলে। কিন্তু ব্রিজের সামনে সতর্কীকরণ কোনো সাইনবোর্ড রাখা হয়নি এবং চলাচলের রাস্তাও বন্ধ করা হয়নি।

এ অবস্থায় রাতে সাহেব আলী কর্মস্থল থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। সেতু পার হওয়ার সময় খোলা পাটাতনের ফাঁকা জায়গা দিয়ে বাইসাইকেলসহ নিচের গভীর পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সোয়া এক ঘণ্টার চেষ্টায় সাহেব আলীর মরদেহ উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, সেতুর নিচে ১৫ ফুট গভীর জলাশয় রয়েছে। কচুরিপানা বেষ্টিত সেই জলাশয় থেকে সাহেব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত