ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববর্ষের গৃহ প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস বিফ্রিং
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • ২০২৪-০৬-০৯ ০৭:৫৩:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভ’মিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপে) নির্মিত গৃহ হস্তান্তরের উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।  এ উপলক্ষে আজ রবিবার সকালে সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সেলিম শেখ বলেন,আগামী ১১ই জুন প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ  ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিনপাড়ায় জরাজীর্ণ ব্যারাকে বসবাসরত ৫০টি পরিবারকে আশ্রয়ন বি প্রকল্পের আওতায় একক গৃহ প্রদান করা হবে। এছাড়া এখন  পর্যন্ত সদর উপজেলার ৫১৫টি পরিবারকে একক গৃহ প্রদান করা হয়েছে বলে তিনি জানান।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত