ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ময়মনসিংহ কেওয়াটখালী রেল ব্রিজ সংলগ্ন বাস্তহারা পরিবারের মানববন্ধন
  • এ,কে,এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ
  • ২০২৪-০৬-০৮ ১৮:৩৭:২৯
ময়মনসিংহের কেওয়াটখালী রেল ব্রিজ সংলগ্ন শতাধিক পরিবার সরকারি খাস জমিতে প্রায় ষাট বছরের অধিক কাল যাবৎ বসবাস করে আসছে। সম্প্রতি কেওয়াটখালি রেলওয়ে ব্রিজের পূর্বে আর্চ স্টিল ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে উক্ত এলাকার বাসিন্দাদের বাড়ি ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাই এলাকার বাসিন্দা লোকজন আজ বিভাগীয় কমিশনার অফিসের সামনে তাদের নিরাপদ আবাসন ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেন।এই এলাকার বাসিন্দা গন শহর ভিত্তিক বিভিন্ন কর্মে নিযুক্ত রয়েছে। এখানে বসবাসরত প্রায় সকলেই নিম্নবিত্ত ও ভূমিহীন। জনৈক এমদাদুল ইসলাম জানান মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন দের সরকারি বাড়ি প্রদানের ঘোষণা দিয়েছেন। অনেক ভূমিহীন পরিবার সরকারি বাড়ি পেয়েছে। তিনি আরো বলেন ব্রীজ নির্মাণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা এই এলাকার আরও উন্নয়ন চাই। যেহেতু আমরা ভূমিহীন ,তাই সরকারি কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ থাকবে সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা যেন একটু মাথা গোজার ঠাই পাই। যেহেতু আমাদের উচ্ছেদ করা হবে, সেহেতু আমরা একটি আবাসন চাই। তিনি আরো বলেন ইতোপূর্বে‌ মাননীয় মেয়র মহোদয় , বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের এলাকা পরিদর্শন করে গেছেন ও আমাদের একটি আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন পর্যন্ত আবাসন প্রক্রিয়ার কোন ‌ দৃশ্যমান কাজ দেখতে পাইনি। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা ভূমিহীন , নিম্নবিত্ত , অসহায় দরিদ্র পরিবারগুলো কোথায় আশ্রয় পাব।এই এলাকায় মসজিদ-মাদ্রাসা রয়েছে। এখানে তাদের সন্তানরা প্রাথমিক শিক্ষা নিয়ে থাকেন। আবাসন প্রাপ্তির সহযোগিতার ব্যাপারে এলাকার লোকজন ময়মনসিংহের মাননীয় মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ সদরের এমপি জননেতা মোহিতুর রহমান শান্ত, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সহানুভূতি কামনা করেন। এলাকার লোকজন মাননীয় প্রধানমন্ত্রীকে‌ মানবতার মা বলে আখ্যায়িত করেন। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করি আমরাও তার কাছে কিছু চেয়ে নিরাশ হবো না। সর্বোপরি তারা সরকার, দেশের বিত্তশালী ব্যক্তিবর্গের কাছে তাদের আবাসন ও পুনর্বাসনের জন্য কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত