ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির দশ শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০৬-০৫ ১৩:৩৫:৪৭
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির দশ কৃতি শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এরমধ্যে ২০২৩ সালে ৬জন এবং ২০২৪সালের ৬জন শিক্ষার্থী রয়েছে। তারা সবাই এসএসসিতে জিপিএ ৫ অর্জন করে। বুধবার দুপুরে পুলিশ লাইন্স একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ। শিক্ষাবৃত্তি প্রাপ্তরা হলেন সুমাইয়া আক্তার, কিয়ারা দ্যুতি মোল্লা, রেজওয়ানা আক্তার, বিবিএম ইমরান, আব্দুল মাজিদ আফ্রিদি এবং অর্চণা রায় তিথী, ওরদাতুল জান্নাত তাজিন, জেলিয়া আফরোজ লিনা ও আব্দুল রাশেদ ইসলাম। প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ জানান, কৃতি শিক্ষার্থীদের ৫হাজার টাকা, আইজিপি সনদ এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী