ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৫-২৮ ০৫:১২:৪৫

নীলফামারীতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের সভা কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

আয়োজক দফতরের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আব্দুল খালেক ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক(ক্লিনিক) ডা. রোখসানা বেগম বক্তব্য দেন। 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, রিপোর্ট প্রদানের ক্ষেত্রে যেসব কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি এবং সমৃদ্ধ করণে এই কর্মশালার আয়োজন করা হয়। 

পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ ইউনিটের সহযোগীতায় অনুষ্ঠিত কর্শশালায় পরিবার পরিকল্পনা বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৪০জন অংশগ্রহণ করেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী