ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে ৮৮৫ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-০৫-২৫ ১২:৩৭:৩৬
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাত এবং এতে সৃষ্ট জলোচ্ছ¡াসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে জলা প্রশাসন। শনিবার জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় এ প্রস্তুতি গ্রহনের কথা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দলও প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা এবং জরুরী মুহুর্তে বিতরনের জন্য ৪'শ মেট্রিক টন চাল এবং শুকনো খারার মজুদ আছে। পাশাপাশি বিশুদ্ধ পানি ও ৪২৪ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাক্তার জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী