ইউএনও ওয়াহিদা খানমের শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন হাত পা নাড়াচ্ছেন। কাটা হয়েছে মুখের সেলাই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. জাহেদ হোসেন।
ডা. জাহেদ হোসেন জানান, আগামী শনিবার মাথার সেলাই না কাটা পর্যন্ত তাকে এইচডিইউতে রাখা হবে।
ওয়াহিদা খানম বর্তমানে এইচডিইউতে রয়েছে। এখানে তার ফিজিওথেরাপি চলছে। আগামী শনিবার মাথার সেলাই কাটার পরে তাকে কেবিনে দেয়া হবে বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
গত ২ আগস্ট রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।