ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ‘প্রাক্তন শিক্ষার্থী ফোরাম’ এর আত্মপ্রকাশ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৪-০৫-২১ ১৪:০৭:৪১
মঙ্গলবার (২১ মে)  রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক হলেন-মো : শফিকুল ইসলাম জাবেদ ও সদস্য সচিব মো : জসিম উদ্দিন। কমিটির অন্য সদস্যরা হলেন-মনির হোসেন রাজিব, আশিষ কুমার  ব্যাপারী, প্রনয় পান্ডে, সুশান্ত চন্দ সুমন, সালাউদ্দিন সিকদার, রেজাউল করিম, সোহেল রানা, সাইফুল ইসলাম বাবুল, কামরুল হাসান কানন, শহিদুল ইসলাম মাহিন, কাউসার হক, আরিফ মিয়া, ইউনুসুর রহমান, মাসুদ রানা, কামাল হোসেন, লিয়াকত হোসেন,  মোহাম্মদ উজ্জল, নূর আলম আকাশ, রাহাত হু সাইন প্রমুখ।   আহ্বায়ক মো: শফিকুল ইসলাম জাবেদ বলেন, পুরোনো ঢাকার ঐতিহ্যবাহি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন তৈরী করার লক্ষ্যে এই ফোরামের অগ্রনী ভূমিকা পালন করবে। বিপদে-আপদে একে অপরের পাশে সাধ্যমত থাকার চেষ্টা করবে। এ ছাড়া এই ফোরামের সদস্যরা শিক্ষার পরিবেশকে সুন্দর ও নান্দনিক ভাবে পরিচালিত  করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। সদস্যদের জন্যও শিক্ষা-প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। সদস্য সচিব মো: জসিম উদ্দিন বলেন, কলেজের সার্বিক উন্নয়নে চাহিদা অনুযায়ী ভূমিকা পালনে সচেষ্ট থাকবে প্রাক্তন শিক্ষার্থী ফোরাম। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে তাদের একাডেমিক ও নন-একাডেমিক বিভিন্ন বিষয়ের জন্য সহায়ক হিসেবে কাজ করব আমরা।
যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, কারণ অজানা