ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঝালকাঠি সদর উপজেলায় খান আরিফ, নলছিটি উপজেলায় সেলিম খান বিজয়ী
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-০৫-২১ ১৩:৪২:১৩
খান আরিফুর রহমান ও সালাহ উদ্দিন খান সেলিম
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঝালকাঠি সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে খান আরিফুর রহমান এবং নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি সদরে আনারস প্রতিকে ৩৩ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খান আরিফুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব দোয়াত-কলম প্রতিকে সুলতান হোসেন খান পেয়েছেন ২৫ হাজার ৯৭১ ভোট। নলছিটি উপজেলায় মোটরসাইকেল প্রতিকে ২৩হাজার ৯৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন খান সেলিম । তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আনারস প্রতিকে তছলিম উদ্দিন চৌধূরী পেয়েছেন ১৬ হাজার ৭৮৪ ভোট। নলছিটি উপজেলায় বই প্রতিকে ২২ হাজার ২৮৩ ভোট ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: মনিরুজ্জামান মনির এবং কলস প্রতিকে ২৪ হাজার ৫৪ ভোট ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হয়েছেন আয়শা আক্তার রিনা। এদিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে লস্কর আসিফুর রহমান দিপু ও ভাইসচেয়ারম্যান (মহিলা) উম্মে সালমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক মঙ্গলবার রাতে বেসরকারিভাবে দুই উপজেলার প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী