ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত
  • ডেস্ক প্রতিবেদন:
  • ২০২০-০৯-০৯ ০৫:২৫:৫৪

অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনার টিকা তৈরি কার্যক্রমে বাধা পড়লো ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা’র।

এক স্বেচ্ছাসেবীর শরীরে করোনার টিকা প্রয়োগের সময় অসুস্থ হয়ে পড়লে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়টি স্বাধীন তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন ব্রিটিশ সংবাধমাধ্যম বিবিসি’র মেডিকেল বিষয়ক সম্পাদক ফার্গাস ওয়ালশ।

পুনরায় ট্রায়ালের আগে এই ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও ভালো ভাবে পর্যালোচনা করা উচিত বলছেন তিনি।


তবে ওই স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় টিকা তৈরির কার্যক্রম বন্ধ রাখাকে নিয়মিত রুটিন হিসেবে অ্যাখা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। স্বেচ্ছায় পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছেন ৩০ হাজার স্বেচ্ছাসেবী। তৃতীয় পর্যায়ের পরীক্ষার অংশগ্রহণকারীদের প্রত্যেককে ৪ সপ্তাহের ব্যবধানে দুই ডোজ করে টিকা দেয়ার কথা রয়েছে।

ওয়াশিংটন ডিসিতে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলকে রাজকীয় সংবর্ধনা
এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
সর্বশেষ সংবাদ