ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
নেত্রকোনায় আবারও ট্রলার ডুবি, ১০ জনের মৃত্যু
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-০৯ ০৪:৪৭:৩২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে দু'টি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিন নৌকা (ট্রলার) নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে বিপরীতগামী একটি বাল্কহেডের (পণ্যবাহী বড় নৌকা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১০ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিছুজ্জামান তালুকদার বলেছেন, কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ডুবে যাওয়া নৌকায় ৩০ জনের বেশী যাত্রী ছিল।

এর আগে গত ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে যাত্রীবাহী ইঞ্জিন নৌকা ডুবে ১৮ জন মাদ্রাসা শিক্ষক ও ছাত্রের  প্রাণহানি ঘটে।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা