ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
আশুলিয়ায় নিয়ন্ত্রণহীন বাস খাদে পড়ে আহত ২৫
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-০৮ ০৫:১৫:১৫

সাভারের আশুলিয়ায় গোয়াইলবাড়ী-জিরানী আঞ্চলিক সড়কে পোশাক কারখানার শ্রমিকবাহী রিজার্ভ বাস খাদে পড়ে অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোয়াইলবাড়ী-জিরানী আঞ্চলিক সড়কের গোয়াইলবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ধামরাইয়ের ধানতারা এলাকা থেকে আশুলিয়ার জিরানীবাজারের টেংগুরি এলাকার একটি স্পিনিং মিলে কাজে যোগদানের উদ্দেশ্যে বাসে করে শ্রমিকরা রওনা দেয়। পথিমধ্যে বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এসময় স্থানীয়রা বাসের ভেতর থেকে আহত ২৫ জন শ্রমিককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় কেউ মারা যায়নি ও কেউ নিখোঁজও নেই। খাদ থেকে বাসটি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

মূলত বাসটি স্পিনিং ট্রেড লিমিটেড কারখানার শ্রমিক পরিবহন কাজে ব্যবহৃত হতো।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ