ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৪-০৪-২৯ ০৯:৫৪:০৪

উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসুচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার,উফশি আউশ জাতের ধান ও পাট বীজ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার(২৯'এপ্রিল)  সকালে ফুলবাড়ী উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অন্যরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার জানান,২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসুচির আওতায়,উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি এক বিঘা জমির জন্য জনপ্রতি প্রতিটি কৃষককে ৫ কেজি করে আউশ জাতের ধানের বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং একইভাবে ৮০জন কৃষকের মাঝে বিনামুল্যে বিতরণ করা হচ্ছে, বিঘাপ্রতি এক কেজি করে পাট বীজ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত