ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
ভুরিয়া ও কমলাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন রুবেল ও ছালাম মৃধা
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৪-০৪-২৯ ০৯:৪৯:৩৩

নজিরবিহীন কঠোর নিরাপত্তায় শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর উপজেলার  দুইটি ইউনিয়ন  ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। 

২৮ এপ্রিল রবিবার অনুষ্ঠিত এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  বিপুল ভোটের ব্যবধানে ভুরিয়া ইউনিয়নে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল আহমেদ (ঘোড়া)। রুবেল আহমেদ ভোট পেয়েছেন ৪৬৪২। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সরওয়ার ( আনারস) পেয়েছেন ২০১৬ ভোট।

এ ইউনিয়নে মোট ৮৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৭৮২ জন ভোটার ভোট প্রদান করেন। এ প্রদত্ত ভোটারের মধ্যে ৯৫ টি ভোট বাতিল হয়েছে।

কমলাপুর ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ছালাম মৃধা( চশমা)।

ছালাম মৃধা ভোট পেয়েছেন ৯১৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দী মনির রহমান মৃধা( আনারস) পেয়েছেন ৪৩৬৯ ভোট। এ ইউনিয়নে মোট ১৯,৮৪৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৯১৩ জন। এর মধ্যে ২০৬ টি ভোট বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন রির্টানিং অফিসার পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজ।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে পঞ্চগড়ে আইডিইবি'র সংবাদ সম্মেলন
গাজীপুর দুইশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নীলফামারীতে চাল সংগ্রহ করা হবে ২২হাজার  ৬৬৩ মেট্রিক টন, হলো উদ্বোধন
সর্বশেষ সংবাদ