দলের নির্দেশ মেনে নির্বাচন করছেননা তাজের ভাগ্নে জনি
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৪-০৪-২৩ ১০:৫২:৪৯
- Print
দলের নির্দেশ মেনে নির্বাচন করছেননা বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাদিদ-আল-রহমান (জনি)। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু এমপি ভাগ্নে হওয়ায় দলের নির্দেশে বিপাকে পড়েন। শেষপর্যন্ত সিদ্ধান্ত নেন নির্বাচন না করার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার নির্বাচন না করার ঘােষনা দিয়েছেন। জনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের ভাগ্নে। উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনির নাম ছিলো শীর্ষস্থানে। নির্বাচন করলে নানা বিবেচনায়
তারই জয় হতো,এমনটাই দাবী সমর্থকদের। মন্ত্রী-এমপি'র স্বজনরা নির্বাচন করতে পারবেনা,দলের এই সিদ্ধান্তে থমকে দাড়িয়েছেন জনি। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোষ্টে জনি বলেন-'
বাঞ্ছারামপুর উপজেলাবাসীর স্বতঃস্ফূর্ত ভালবাসায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য, আমার রাজনৈতিক অভিভাবক, আমার মামা ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম-এর প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।একই সাথে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সকল সহযোদ্ধাদের পাশে থেকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ এবং অপরিসীম কৃতজ্ঞতা।'
আগামী ২৯শে মে এই উপজেলা পরিষদের নির্বাচন। মনোনয়ন দাখিল শেষ ২রা মে।