ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে মোবাইলফোনে গেম খেলাকে নিয়ে কথা-কাটাকাটি, স্ত্রী-মেয়েকে পিটিয়ে হত্যা: গ্রেফতার স্বামী
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৪-২১ ১১:০৩:৪১
দিনাজপুরে মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগে শহিদুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় এ নিয়ে দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ প্রেস ব্রিফিং করেছেন। পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ গণমাধ্যমকর্মীদের জানান, শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর (চিনির চড়া) গ্রামে এই নির্মম ঘটনা ঘটেছে। ঘটনার শিকার স্ত্রী ডিসিষ্ট মর্জিনা বেগম (৩০) ও মেয়ে আরফিন জান্নত (৬)। ব্রিফিং জানানো হয়,মোবাইল ফোনে গেম খেলছিল শহিদুল ইসলামের ছেলে আল আমিন (১৩) ও আফরিন জান্নাত। এ সময় রান্না করছিলেন তাদের মা মর্জিনা বেগম। মোবাইল নিয়ে ছেলেমেয়ের চিল্লাচিল্লি শুনতে পেয়ে দু'জনকেই থামতে বলেন মর্জিনা। এরপরও না থামলে দুজনকে থাপ্পড় মারেন না। এতেই উত্তেজিত হয়ে যান তাদের বাবা শহিদুল ইসলাম। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মর্জিনা বেগমকে খাটের চৌকাঠ দিয়ে মাথায় আঘাত করে শহিদুল। মর্জিনা মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ সময় দুই ছেলেমেয়ে এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। শহিদুল এই হত্যাকান্ড থেকে বাঁচতে ফন্দি আঁটে। নিজে চিৎকার করে কাঁদতে শুরু করে " কে আমার স্ত্রী এবং সন্তান্দের পিঠিয়ে ফেলে রেখেছে। সবাই আসুন,দেখুন।" এসময় শহিদুলের আহাজারিতে এলাকাবাসী ছুঁটে আসে।এলাকাবাসীর সহায়তায় ভ্যান রিক্সাযোগে মর্জিনাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে, মৃত ঘোষণা করেন,ওই পল্লী চিকিৎসক আব্দুল আজিজ। আহত ভাই-বোনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে জান্নাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ (২১ এপ্রিল) সকাল ১১ টায় মারা যায় মেয়ে আফরিন,জান্নাত (৬)। ময়নাতদন্তের জন্য মা-মেয়ের মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় মর্জিনা বেগমের মা গোলাপী খাতুন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। শ্বাশুরির দেয়া মামলায় স্ত্রী-মেয়েকে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে জামাই শহিদুল ইসলাম। আজ রবিবার বিকেলে আদালতের মাধ্যমে শহিদুল ইসলামকে জেল-হাজতে প্রেরণ করেছে,পুলিশ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী