ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক গৃহবধুকে হত্যা; দুই শিশু আহত
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৪-০৪-২১ ১১:০১:০৩
দিনাজপুরের নবাবগঞ্জে মুখোশধারী দুর্বৃত্তদের আঘাতে মর্জিনা বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তার দুই শিশু সন্তান আল আমিন (১২) ও আফরিন আক্তার (৫)। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর চিনিরচড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামী স্থানীয় বাজারে যাওয়ার পর কে বা কাহারা বাড়িতে প্রবেশ করে গৃহবধু ও তার দুই শিশু সন্তানকে ধারালো কিছু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে গৃহবধুকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে আহত দুই শিশুকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ঘটনা জানতে পেরে পুলিশ ওই বাড়িতে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে। নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বিষয়টি ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।
বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ