ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে ড্রামট্রাকে একশত কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৪-০৪-২১ ১০:৫৪:৫৮
দিনাজপুরে পুলিশ একশত কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক বহনকারি একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। আটক গাজার মূল্য ধরা হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকা। শনিবার (২০ এপ্রিল) বিকেলে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এক প্রেস ব্রিফিং মাধ্যমকর্মীদের এ বিষয়টি তুলে ধরেছেন। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, তার নিজের পরিকল্পনা মত এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুনের তদারকিতে চিরিরবন্দর থানার ইনচার্জ আবুল হাসনাত খানের নের্তৃত্বে নৈশ্যকালিন টহলের সময় চিরিরবন্দরের ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ঘুঘুরাতলী সড়কের নুরজাহান সুপার মার্কেটের সামনে (মেসার্স আজমল আয়রন ষ্টোরের সামনে) শুক্রবার গভীর রাতে রেজিষ্ট্রেশন বিহীন একটি ১০ চাকার ড্রাম ট্রাকে তল্লাসি করা হয়। এসময় চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৪ টি বস্তায় ৩৪ টি গাজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাজার পরিমান ১০০ শত কেজি। পাইকারি বাজার দর অনুযায়ী নুন্যতম মূল্য প্রায় ১৫ লাখ টাকা। অন্যদিকে জব্দ ট্রাকের মূল্য ধরা হয়েছে ৬০ লাখ টাকা। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ আরো জানান, অভিযানে আটক তিন জনের মধ্যে দিনাজপুর জেলা সদরের নিশ্চিতপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে রেজাউল করিমের (৪৫) কাছে এর আগে দুইটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার পল্লবি থানাসহ ততোধিক মাদকের মামলা রয়েছে। আরো আটক দিনাজপুর জেলা সদরের শেখহাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিমের (৩১) বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। আটক তৃতীয় ব্যক্তি রংপুরের বদরগঞ্জের ফেসকিপাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান (৩০) মাদক বহনকারি ড্রাম ট্রাকের ড্রাইভার। অন্য জেলা থেকে মাদক এনে দিনাজপুরে বাজারজাত করতে চাইছিল তারা। তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আটক তিনজনকে আজ শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী