দিনাজপুরে জাল টাকার নোট ও জাল টাকার নোট তৈরির উপকরণ সহ দুই চোরাকারবারি গ্রেফতার
- দিনাজপুর প্রতিনিধিঃ
-
২০২৪-০৪-২১ ১০:৫২:৩৭
- Print
দিনাজপুর শহরের সাহারা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চল্লিশটি ১ হাজার টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১৩।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর সিপিসি ১ র্যাব ১৩ কোম্পানি কমান্ডার এর পক্ষে উপ-পরিচালক মিডিয়া মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
জাল টাকা তৈরি কারী আটক ব্যক্তিরা হলেন সুলতান মাহমুদ (৫৫)। সে দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের ওমরপাইল গ্রামের শফিউদ্দিন মন্ডলের ছেলে। অপরজন মানিক মিয়া ( ৩৭) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের রাঘবিন্দপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে।
দিনাজপুর সিপিসি ১ র্যাব ১৩ কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের রেল স্টেশন রোড আবাসিক সাহারা হোটেলের একটি কক্ষে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা ছাপানোর সরঞ্জামাদি দিয়ে জাল টাকা তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল দুপুরে দিনাজপুর শহরের রেল স্টেশন হোটেল সাহারার তিন তলায় দক্ষিণ পাশে ২০২ নং কক্ষে অভিযান চালিয়ে ৪০ টি ১০০০ টাকার জাল নোট। জাল টাকা তৈরির ব্যবহৃত (রর) দুইটি বোতল ৯৬০ গ্রাম তরল কেমিক্যাল আয়োডিয়াম কিউ, ৩৫০ গ্রাম ফিটকিরি, চারটি স্বচ্ছ সাদা রংয়ের কাঁচ, দুটি স্বচ্ছ রঙ্গিন কাচ, চারটি প্লাস্টিকের তৈরি সাদা রঙের ড্রপার, ১০৩০ পিস দেশীয় ১০০০ টাকার নোটের আকারে কর্তনকৃত জাল টাকার নোট ছাপানোর জন্য তৈরিকৃত রঙ্গিন ও সাদা কাগজ। দুটি কসটেপ একটি মাঝারি আকারের মোমবাতি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা ওজু করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।