ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৪-০৪-১৮ ১২:২৮:৫৭
"প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প' (এলডিডিপি) এর সহযোগিতায় ও ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম রব্বানী সরকার,চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আরিফুর রহমান কনক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ,নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী সহ আরো অনেকে। আলোচনা ও পরিদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা জানান আজকের এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের পশুপাখি দেখে খুবই ভালো লাগলো, এছাড়া খামারিদেরকে প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ