ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে ‘মাদকাসক্তি প্রতিরোধ মুলক’ সেমিনার অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৪-১৮ ০৫:২৮:১৯
নীলফামারীতে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ‘মাদকাসক্তি প্রতিরোধ মুলক’ সেমিনার গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের গসপেল ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি রুহিদাশ রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন বক্তব্য দেন। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি রুহিদাশ রায় জানান, প্রকল্পের সুবিধাভোগী যুবরা এতে অংশ নেন। উঠতি বয়সীরা যাতে কোনভাবে মাদকে আসক্ত না হতে পারে এজন্য সচেতনতা মুলক কর্মকান্ডের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত