ঢাকা বুধবার, মে ১, ২০২৪
বাংলা নববর্ষ ও ঈদত্তোর বিশেষ সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২৪-০৪-১৮ ০৫:২৬:১৩
বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ ও ঈদত্তোর উপলক্ষ্যে কবি, সাহিত্যিক, আবৃত্তিকার, শিল্পী ও সংস্কৃতি প্রেমিদের নিয়ে বিশেষ সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হয়। মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, সাহিত্য ও বিতর্ক ক্লাব এবং উত্তরণ পাবনা সংগঠন তিনটির উদ্যোগে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, বাংলা নববর্ষ-১৪৩১ বরণ ও বিশেষ সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হয়। বুধবার ১৭ এপ্রিল-২০২৪ খ্রি. সন্ধ্যায় দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলার সরকারি আইন উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ আবদুল ওয়াদুদ। মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি লেখক সাংবাদিক শফিক আল কামাল এর সভাপতিত্বে এবং দৈনিক সিনসার সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি কবি প্রাবন্ধিক ড. মনসুর আলম, সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. খতিব মাহবুবুর রহমান এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী জেসমিন বন্যা, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র'র বার্তা সম্পাদক কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক মোঃ আব্দুল খালেক খান, উত্তরণ পাবনার সহ-সভাপতি সহকারী শিক্ষক মাসুদ হাসান রনি, সহকারী শিক্ষক সাঈদ উল ইসলাম, ফজলুর রহমান খান, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, কবি ও গীতিকার উত্তম কুমার দাস, সংস্কৃতি প্রেমী গুলশান আরা নদী, মো. সিরাজুল ইসলাম, শিক্ষার্থী ওয়াজিহা আনাফ শৈত্য, জারিফ জাওয়াদ ওহী ও সেঁজুতি ইসলাম। পবিত্র কোরআন তেলেওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস শ্রদ্ধায় স্মরণ করা হয়। শেষে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও অভিনয় শৈলীর মধ্য দিয়ে সাহিত্য সম্মিলন প্রাণবন্ত ও মুখরিত হয়ে ওঠে।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ