হংকংয়ে নির্বাচন পেছানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ চলছে। সরকারবিরোধী এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত অন্তত ৩শ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সকাল থেকে হংকংয়ের রাস্তায় নামে হাজার হাজার বিক্ষোভকারী। বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গতকালই এই নির্বাচন হওয়ার কথা ছিল তবে করোনা পরিস্থিতির কথা বলে নির্বাচন এক বছর পিছিয়ে দিয়েছে সরকার। বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারীর অজুহাত দিয়ে জনগণকে ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
গত জুনে হংকংয়ে নতুন নিরাপত্তা আইন চালুর পর এই প্রথম এতো বিশাল বিক্ষোভ হলো।