ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কয়েক কোটি টাকা দামের অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নেয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতার বিরুদ্ধে
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • ২০২৪-০৪-১৮ ০৫:২৩:২৬
জেলা বিএনপি নেতার ঘনিষ্ঠজন ও ভূমি অফিসার্স কল্যান সমিতি নামে শহরের কয়েক কোটি মুল্যের অর্পিত সম্পত্তি বন্দোবস্ত দেয়ার অভিযোগ উঠেছে।এরআগে সাবেক ডেপুটি কালেকটরের পত্নীর নামে থাকা এই ভূমির বন্দোবস্ত বাতিল করা হয় কৌশলে। এতে কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুরে জেলা শহরের উত্তর মৌড়াইলে ডেপুটি কালেক্টরের বাড়ির ভূক্তভোগী পরিবারের সদস্যরা কৌশলে দেওয়া ইজারা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ডেপুটি কালেক্টর প্রয়াত নুরুল হুদার নাতী আশরাফুল হুদা। তিনি বলেন,১৯৬৭ সালে আদালতের এক রায়ের মাধ্যমে তার দাদী প্রয়াত তৈয়বা খাতুন বাড়ির সামনের ৮ শতক জায়গা ইজারা পান। ১৯৬৭ থেকে ২০০২ সাল পর্যন্ত এই জায়গার ইজারার টাকা নিয়মিত পরিশোধ করা হয়। কিন্তু অদৃশ্য কারণে ২০০৩ সাল থেকে প্রশাসন ইজারার টাকা গ্রহন করা বন্ধ করে দেয়। ২০০৬, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে ইজারার টাকা গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনও করেন। কয়েকটি আবেদনে বর্তমান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সুপারশিও ছিল। কিন্তু অশুভ শক্তির যোগসাজসে প্রশাসন ইজারার টাকা গ্রহন না করে জায়গাটি অন্যত্র ইজারা প্রদানের উদ্যােগ গ্রহন করে। তাদেরকে কোনো রকম অবহিত না করেই ইজারা বাতিল করে ভূমি অফিসার্স কল্যান সমিতির নামে চার শতক, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামের ঘনিষ্টজন মো. শাহজাহান ওরফে হিরুকে আড়াই শতক জায়গা ইজারা প্রদান করে প্রশাসন। শাহজাহানের পরিবর্তে বিএনপি নেতাই জায়গাটি ভোগ দখল করবে বলে জানান আশরাফুল। গত ৩১ মার্চ ভূমি অফিসার্স কল্যান সমিতির নামে ভূয়া নিবন্ধনবিহীন সংগঠনের লোকজন কিছু সন্ত্রাসী ও মাস্তান নিয়ে ওই জায়গার সীমানা প্রাচীর ও ফটক ভেঙ্গে ফেলে। ইজারার জায়গার পেছনে থাকা বাড়ির লোকজনের চলাচলের রাস্তায় স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। এঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গত ১৪ এপ্রিল ওই সংগঠনটির লোকজন ও তাদের অনুসারীরা পেশিশক্তি দেখিয়ে জোরপূর্বকভাবে সেখানে প্রবেশ করে তাদের গালিগালাজসহ হুমকি ও ভয়ভীতি দেখায়। তারা প্রবেশ পথের ফটক খুলে নিয়ে যায়। এরপর থেকেই পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি বলেন, নিয়ামানুসারের যার বাড়ির সামনে অর্পিত জায়গা থাকবে, জায়গার পেছনের বাসিন্দারা সেই জায়গা ইজারা পাওয়ার কথা। আমাদের চার পুরুষ এখানে বসবাস করে আসছে। তিনি বাড়ির সামনের অংশের জায়গার ইজারা তাদেরকে প্রদানসহ অবিলম্বে ইজারা বাতিলের দাবি জানান। এসময় তার সঙ্গে ফারজানা ইশা, লায়লা খাতুন ও তানিয়া আক্তার উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, তৈয়বা খাতুনের বাড়ির সামনের জায়গার প্রতি শতকের মূল্য দুই থেকে আড়াই কোটি টাকা। সেখানে ১০ কোটি টাকার জায়গা মাত্র ৮০০ টাকায় ইজারা দেয়া হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী