ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুর ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
  • গাজীপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৪-১৭ ০৮:৩৩:৩৫
গাজীপুরে প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন,মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমল উল্লা খান, মহিলা সরকারি কলেজে সাবেক অধ্যাপক এম.এ বারী। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী