ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
প্রথম ধাপে নরসিংদী দুই উপজেলায় ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৪-০৪-১৭ ০৮:৩২:৪১
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় নরসিংদীর ২ উপজেলায় ৩ পদে মোট ২১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন নরসিংদী জেলা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম। এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। নরসিংদীর ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ০৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৪ জন। পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০২ জন। নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে আব্দুল বাকির (শীলমান্দী) আনোয়ার হোসেন (মাধবদী), মোঃ জলিল হোসেন (মাধবদী) হালিমা (সাটিরপাড়া)ভাইস চেয়ারম্যান পদে কফিল উদ্দিন ভূঁইয়া বাচ্চু (শীলমান্দী) রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (পশ্চিম কান্দাপাড়া) অলিউর রহমান আজিম (উত্তর সাটিরপাড়া) মোঃ মোশারফ হোসেন (হাজিপুর) মোঃ শরীফ মিয়া (খাটেরা) ওসমান গনি (সাটিরপাড়া) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমান বেগম (শীলমান্দি) মোসাম্মৎ শাহিদা বেগম (মহিষাসুরা) সোহানা আক্তার (চিনিশপুর)। পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দ জাবেদ হোসেন (ঘোড়াশাল) মোঃ শরিফুল হক (ঘোড়াশাল) কাজী নাজমুল ইসলাম সারওয়ার মোল্লা (জিনারদী) ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কারিউল্লা সরকার (ইছাখালী গজারিয়া) আব্দুল কাইয়ুম (ডাঙ্গা বাজার) সাইফুল ইসলাম গাজী(জিনারদী) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার (পলাশ বাজার) নাসিমা সুলতানা (ডাঙ্গা বাজার)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে। দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ মে। এই ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২টি উপজেলাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রথম ধাপে নরসিংদীর ২টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে নরসিংদী জেলার সদর, পলাশ উপজেলা। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে ১৫ এপ্রিল। ২ উপজেলায় মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী