ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩ নির্মান শ্রমিকের মৃত্যু
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৪-০৪-১৪ ০৫:৩৯:২৪
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের গুতমা গ্রামে নির্মানাধীন একটি বাড়ির সেফটি ট্যাংকি থেকে ৩ নির্মান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ আজ রবিবার দুপুরে গ্রামের আহাদ আলীর বাড়ি থেকে মরদেহ ৩ টি উদ্ধার করে। তাদের মধ্যে আলম ও চুন্নু নামের দু'জনের পরিচয় পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, শ্রমিকরা আজ সকালে গত প্রায় দুই মাস যাবত বন্ধ থাকা ট্যাঙ্কির মুখ খুলে কাজ করতে ভিতরে নামে। এরপর আর উঠতে পারেনি। ধারণা করা হচ্ছে টাংকির ভিতরে জমে থাকা গ্যাসের কারনে তাদের মৃত্যু হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানান, ট্যাংকির ভেতর ৩ নির্মাণ শ্রমিক এর লাশ দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দিলে তারা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। নিহত তিনজন নির্মাণ শ্রমিকের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানায়।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ