ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ঢাকায় আ. লীগের মনোনয়ন পেলেন মনু, নওগাঁয় হেলাল
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-০৭ ০২:৪৩:৪২

দুই সংসদীয় আসনের উপ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। আর নওগাঁ ৬-এ মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল।

সোমবার নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে দুই প্রার্থীর নাম প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাজী মনিরুল ইসলাম মনু রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী কাজী পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে জগন্নাথ কলেজে ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

অন্যদিকে আনোয়ার হোসেন হেলাল নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবার কথা রয়েছে।

উল্লেখ্য, গেলো ৬ মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসন এবং ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গেলো ২৭ জুলাই মৃত্যুবরণ করলে নওগাঁ-৬ আসন শূন্য হয়।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা