ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সাড়ে ৮ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আপলাইনে পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। সোমবার (০৯ এপ্রিল) সকাল সোয়া ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর পৈরতলা রেলক্রসিং ও দাড়িয়াপুর রেলসেতুর মাঝখানে ট্রেনটির একটি বগির দুইটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে করে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক কিলোমিটার রেলপথের স্লিপার। পরে উদ্ধকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা থেকে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে।
তিনি আরও জানান, সকাল পৌনে ৭টায় দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার কাজ শেষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত স্লিপারগুলোর প্রয়োজনীয় মেরামত এবং পরিবর্তন করে সকাল সোয়া ৯টা থেকে আপলাইনে ট্রেন চালানো হয়। প্রথমে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন চালানো হয় আপলাইন দিয়ে।