ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
৫'শ অসচ্ছল মানুষকে ঈদ খাদ্য সামগ্রী দিয়েছে আবদুর রহিম স্মৃতি পাঠাগার
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • ২০২৪-০৪-০৮ ০৭:১৭:৫৬

প্রয়াত সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের নামে প্রতিষ্ঠিত আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যােগে ব্রাহ্মণবড়িয়ার নবীনগরের জালশুকা গ্রামে ৫'শ অসচ্ছল মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পাঠাগার প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান খান, জাফরুল ইসলাম বেলাল, সিরাজুল ইসলাম সেন্টু,মোফাচ্ছেল হক শেম্পু, রিয়াজুল হক রিজেন, রেজাউল হক বুলু, মুশফিকুর রহমান সজিব প্রমুখ।  দোয়া পরিচালনা করেন হাফেজ জামাল উদ্দিন। পরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যােগে প্রতি ঈদুল ফিতরে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী