ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
সৈয়দপুরে ঈদে সুবিধা বঞ্চিতরা পেলো নতুন পোষাক
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৪-০৪-০৭ ০৮:৫৫:৫৬
১০ বছরের রাকিব। বাবা নেই। ছেলের ঈদের নতুন জামার জন্য শঙ্কায় ছিল মা। অনেকদিন ধরে তার নতুন কোনো জামা নেই, ঈদের নতুন জামা পেয়ে তার যে কি আনন্দ! এভাবে কারও বাবা নেই, কারও নেই মা। তাদের অনেকে এতিম। আছে অনেকে শারিরিক প্রতিবন্ধিও। যাদের অনেকেরেই বেড়ে উঠা ঝুপড়ি ঘরে। অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপনে অভ্যস্ত এসব শিশুদের ঈদের আনন্দে আন্দোলিত হওয়া তো দূরের কথা, ঠিকমত খাবারই জোটা দুস্কর। ঠিক এমন এতিম ও সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের হাতে ঈদের নতুন জামা আর ঈদের সেলামী তুলে দিয়েছে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর। রোববার সকালে শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদরাসা মাঠে শতাধিক ওই ছিন্নমূল অসহায় শিশুদের হাতে নতুন পোশাক ও ঈদ সালামী উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। নতুন টাকা আর ঈদের নতুন জামা পেয়ে উচ্ছাসিত অসহায় শিশু সোহাগী (১০)। সে জানায়, তার বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনমতে চলে। ঈদে নতুন পোশাক ও পরবির টাকা পেয়ে সে খুবই আনন্দিত। ৯ বছরের সিরাজ। দু’বছর আগে বাবা মারা গেছে। দিন মজুর মায়ের পক্ষে ঈদের নতুন জামা নেওয়াতেও ছিল শংকা। অনেকদিন ধরে তার নতুন কোনো জামা নেই। এবার নতুন জামা ও সেলামী পেয়ে আনন্দের শেষ ছিলো না তাঁর। এখন ঈদ তাদের ভালই কাটবে বলে জানায় তারা। সোহাগী, সিরাজের মত এভাবে এতিম, অসহায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামা আর ঈদের সেলামী উপহার দিয়েছে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক এমআর আলম ঝন্টু। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াকার আনসারী বলেন, প্রতিবছর এরকম সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের ঈদের নতুন জামা ও সালামীর ব্যবস্থা করে থাকি আমরা। এবারও ঈদে ৩ পর্যায়ে আমরা সুবিধা বঞ্চিত শিশু ও নারী পুরুষদের ঈদের নতুন জামার উপহার দিচ্ছি। প্রথম পর্যায়ে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা ও ঈদ সালামী দিচ্ছি এবং এরপর নারী-পুরষদের শাড়ি, লুঙ্গি, থ্রিপিস পাঞ্জাবি দেওয়া হবে। উল্লেখ্য ২০১৪ সাল থেকে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে সংগঠনটি। বছর বছর বাড়ছে এর পরিধি। সদস্য আর সুহৃদদের নিজস্ব তহবিল থেকেই তারা ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে আসছে।
চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫ ‌
রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়া মাতিয়ে গেলেন ভারতের বিশিষ্ট আবৃত্তি সংস্থা শ্রুতি