ঢাকা বুধবার, মে ১, ২০২৪
মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করায় মেয়রের ধাক্কায় ‘জবাব’ দিলেন বৃদ্ধ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • ২০২৪-০৪-০৫ ১১:৩৭:৪৩
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি সাধারন মানুষের সঙ্গে নিয়মিতই মিশেন। কারণে অকারণে অনেককেই তিনি কাছে টেনে নিয়ে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি সাধারন মানুষের ফোন ধরেন- এমন বিষয় সারা দেশেই আলোচিত। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেছিলেন মো. ফারুক খাদেম নামে এক ব্যক্তি। মন্ত্রী বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও ক্ষেপে যান আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। ছাড় দেননি ফারুক খাদেমও। আপনি সব সময় এমন করেন- বলে তেড়ে আসা মেয়রকে দুইবার ধাক্কা দেন ফারুক আহমেদ। মন্ত্রী আখাউড়া পৌর এলাকার খড়মপুরে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিলে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত লোকজন ভ্যাবাচেকা খেয়ে যান। বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়। অনেকেই এ জন্য মেয়রকে দোষারোপ করতে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, মেয়রকে ধাক্কা দেওয়ার বিষয়টি শুনতে খারাপ লাগলেও এর আগের ঘটনা ছিলো আরো বেশি আপত্তিকর। মন্ত্রী মহোদয় সজ্জন মানুষ। ওনি সাধারন মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন। যে কারণে সাধারন মানুষও সাহস করে এগিয়ে যায়। এ অবস্থায় খড়মপুরেরই বাসিন্দা ও মেয়রেরও পরিচিত ব্যক্তি ফারুক খাদেম মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করায় যেভাবে ধমকানো হলো এবং তেড়ে আসা হলো সেটাও ছিলো বেশ দৃষ্টিকটু। এতে মন্ত্রীরই ইমেজ নষ্ট হবে। এটা আখাউড়া উপজেলা আওয়ামী লীগের একনায়কতন্ত্রেরই বহিপ্রকাশ বলে অনেকে মন্তব্য করেন।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ