নীলফামারীতে চোরাই ট্রান্সফরমারসহ দুই চোর গ্রেফতার
- নীলফামারী প্রতিনিধি:
-
২০২৪-০৪-০৩ ১৪:০৮:৩৫
- Print
চোরাই ট্রান্সফরমারসহ দুই চোরকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। মঙ্গলবার ভোরে দারোয়ানী টেক্সটাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা করেন নেসকো ডোমার বিক্রয় ও বিতরণ কার্যালয়ের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম। বুধবার বিকেলে গ্রেফতার ব্যক্তিতে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, মধ্যরাতে জরুরী সেবার মাধ্যমে খবর পেয়ে অভিযান চালানো হয় নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায়।
অভিযানকালে ট্রাক থেমে পালানোর চেষ্টা করলে দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন দিনাজপুর জেলার ফরিদুল ইসলাম ও চঞ্চল দাস। এ সময় ট্রাক ও ট্রান্সফরমার উদ্ধার করে ডোমার থানায় হস্তান্তর করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মহসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে আদালতে হাজির করা হয় গ্রেফতার দুই চোরকে। আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।