ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়াঃ
-
২০২৪-০৪-০২ ০৩:৫৯:৫৩
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যােগে ঈদুল ফিতরকে সামনে রেখে ৫০০ অসহায়-দরিদ্র মানুষকে ঈদ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।
ঈদ খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক অসহায় দরিদ্র পরিবার পেয়েছে ৫ কেজি চাল, ১ কেজি করে পোলাওয়ের চাল,চিনি,আটা ও মসুর ডাল,১লিটার তেল,২ প্যাকেট সেমাই এবং ১ প্যাকেট নুডলস,লবন ও ট্যাং।
মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের মতো আরো সামর্থ্যবান ব্যাক্তিবর্গ যারা আছেন তারা এগিয়ে আসলে আরো ব্যাপকভাবে অসহায় দরিদ্র মানুষ উপকৃত হবেন।
আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০১০ সাল থেকে অসহায়-দরিদ্র মানুষকে সহায়তা করছেন। প্রতিবছর ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা ছাড়াও সেলাই মেশিন,শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করছে এই ফাউন্ডেশন।