পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার তুরবত শহরে শাহিনা শাহিন (২৫) নামে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শাহিনার বাড়িতেই তাকে গুলি করে হত্যা করা হয়।
আজ রোববার পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোয়েটা ভয়েস নিউজ পোর্টালের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, শাহিনা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির উপস্থাপিকা ও স্থানীয় একটি ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। একইসঙ্গে তিনি বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীও ছিলেন।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি তুরবতের টিটিসি কলোনি এলাকায় শাহিনার বাড়িতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডন নিউজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ কর্মকর্তা আল্লাহ বাকশ বলেন, ‘গুলির পর শাহিনাকে ডিস্ট্রিক্ট হেডকোয়ারটার্স হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। তার শরীরে তিনটি গুলি লেগেছিল।’
কেচ জেলার পুলিশ সুপার নজিবুল্লাহ পান্দ্রানি বলেন, ‘পারিবারিক সহিংসতার কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।’
তিনি জানান, এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। শাহিনার পরিবার তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাঁচ মাস আগেই শাহিনা বিয়ে করেছিলেন। দাফনের জন্য শাহিনার মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।