ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নিজ ঘর থেকে গৃহবধুর গলা কাটা লাশ উদ্ধার
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৪-০৩-২৬ ১৮:৪০:২৬
নরসিংদীর পলাশে প্রকাশ্যে বাড়ির ভেতরে বেড রুমে ডুকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দেলোয়ারা মৃত মালেক দেওয়ানের স্ত্রী। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পলাশ উপজেলার চন্দ্রগরদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, নিহত দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর অর্থনৈতিক মুক্তির আশায় দুই ছেলে বিদেশী পাড়ি জমায়। মেয়েদের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই এই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তরকারি কাটছিলেন। এরই মধ্যে নিজ বাড়ির শোয়ার ঘরের বিছানায় গলাকাটা জবাই করা অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশিরা। খবর পেয়ে নিহতের স্বজনার ছুটে আসেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই রহস্য উন্মোচন সম্ভব হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী