ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
স্বাধীনতা দিবসে বিজয় সৌধে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতির শ্রদ্ধা
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৪-০৩-২৬ ০৯:০০:৫৭
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিজয় সৌধ মুক্তির সোপানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন তারা। মঙ্গলবার প্রথম প্রহরে বিজয় সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ মন্ডল সহ কর্মকর্তা, কর্মচারী, দলিল লেখক, নকল নবীশ ও স্ট্যাম্প ভেন্ডারের বৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সমান থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে বিজয় সৌধে গিয়ে শেষ হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী