নীলফামারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো চার’শ রোগী
- নীলফামারী প্রতিনিধি
-
২০২৪-০৩-১৮ ১১:০৩:৪২
- Print
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প করেছে উন্নয়ন সংস্থা ‘আশা’।
মঙ্গলবার(১৮মার্চ) দিনব্যাপী সৈয়দপুর শহরের ‘আশা গোলাহাট সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে’ এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার আনিছুর রহমান।
আশা গোলাহাট সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. সুমাইয়া তাসনিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশা জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আশা গোলাহাট সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট মাহমুদা আক্তার মৌ।
আশা জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, দিনব্যাপী ক্যাম্পে চার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক এবং ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট দ্বারা এই ক্যাম্প পরিচালনা করা হয়।