ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০৩-১৪ ০৯:৪৭:২৮
নীলফামারীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি বক্তব্য দেন এতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমের মাধ্যমে এই স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন যে কেউ। উদ্বুদ্ধকরণের মাধ্যমে আজ থেকে উপজেলা পর্যায়ে নিবন্ধন কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের কর্মকর্তাগণ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ