ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কাশিয়ানী উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসারের অনিয়মিত উপস্থিতির কার্যক্রম
  • কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি.
  • ২০২৪-০৩-১৪ ০৯:৪৬:১৫
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় গতকাল (বৃহস্পতিবার) শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসারের অনিয়মিত উপস্থিতির কার্যক্রম চলমান থাকলে, সহকারি শিক্ষা অফিসার আফাদুজ্জামানকে ফোন দিয়ে, তথ্য জানার জন্য তিনবার ফোন দেওয়ার পরেও তিনার ফোন রিসিভ হয়নি। উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ এর কাছে সাংবাদিকের এক সাক্ষাৎকারের সময় তিনি বলেন, সহকারি শিক্ষা অফিসার সর্বপ্রথমে সকাল নয়টার সময় উপজেলা শিক্ষা অফিসে আসতে হবে। পরবর্তীতে সহকারী শিক্ষা অফিসার ৩০ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার জন্য সেবা প্রদান করার জন্য উপস্থিত থাকতে হবে। পরবর্তীতে শিক্ষা অফিসার বিশ্বজিৎ, সহকারী শিক্ষা অফিসার আফাদুজ্জামানকে প্রশ্ন করেন, আপনি কোন স্কুলে পরিদর্শন করেন ? কিন্তু আফাদুজ্জামান প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। উপরোক্তই বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাগনকে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী