ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জলবায়ু পরিবর্তন উপকূলের কৃষিকে বদলে দিচ্ছে
  • খুলনা ব্যুরো
  • ২০২৪-০৩-০৯ ০৮:৩৭:১১
জলবায়ু পরিবর্তনের প্রভাব উপক‚লীয় এলাকার কৃষি খাত বহুমূখী চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই অঞ্চলে রয়েছে প্রায় ৭২ লাখ একর জমি যা দেশের মোট চাষযোগ্য জমির ৩০ ভাগেরও বেশী। অথচ এই জমিরে প্রায় ২৫ লাখ একর শুস্ক মৌসুমে প্রায় ছয় মাস বিভিন্ন মাত্রায় লবণাক্ত হয়ে ফসল উৎপাদনশীলতা হারিয়ে ফেলে। যা উপক‚লের কৃষিকে বদলে দিয়েছে। উপক‚লীয় এলাকার মানুষের খাদ্য নিশ্চয়তা, আয় ও স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। বুধবার খুলনায় শিক্ষণ বিনিময় কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন। আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে বেসরকারী বীজ কোম্পানী লাল তীর সীড লিমিটেড এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসাইন, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, কৃষি গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন অর রশিদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়েদা রেহানা। সভাপতিত্ব করেন লাল তীরের মহাব্যবস্থাপক ড. আবদুর রশিদ। কর্মশালার প্রধান অতিথি মোহন কুমার ঘোষ বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষি ক্ষেত্রে সৃষ্ট সমস্যাগুলো অত্যন্ত জটিল। বিশেষ করে লবনাক্ততা। এ সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বীজ কোম্পানি ও এনজিওদের একসঙ্গে কাজ করতে হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী