ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
গুলশানে বিশ্বমানের জুয়েলারি ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুম উদ্বোধন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-০৩-০১ ১২:৫৪:১২
দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়াল্ড তাদের ৩২ তম আউটলেটের উদ্বোধন করেছে গুলশানে। শুক্রবার (১ মার্চ) গুলশান-১ এ অবস্থিত আকাশ টাওয়ারে দ্য সিগনেচার নামের এ আউটলেটটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় সালমান এফ রহমান বলেন, দেশে জুয়েলারি খাতে কাজ করার অনেক সুযোগ আছে। শুধু আমাদের দেশের মার্কেটের জন্য নয়, বিদেশেও রফতানি করার সুযোগ আছে আমাদের। ডায়মন্ড ওয়ার্ল্ড এক্ষেত্রে এগিয়ে আসতে পারে। প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমরা অল্প সময়ের মধ্যে ৩২টা আউটলেট করতে পেরেছি। গ্রাহকদের ব্যাপক সাড়া, আস্থা এবং বিশ্বাস আমাদের এতদূর নিয়ে এসেছে। আমরা দুইটা ফ্যাক্টরী করেছি। আমরাই প্রথম রাফ ডায়মন্ড কাটিং করে এক্সপোর্ট করেছি। গোল্ডের রিফাইনারীর মাধ্যমে গোল্ডের র-ম্যাটারিয়াল পাওয়া গেলে এক্সপোর্ট করা আমাদের জন্য সহজ হবে। আমার বিশ্বাস, আগামীতে জুয়েলারী খাত দেশের জিডিপিতে একটা ভালো অবদান রাখবে। এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই- এর সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক অমিয় কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা, পরিচালক পিন্টু কুমার আগরওয়ালাসহ বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, নতুন আউটলেটটি শুধুমাত্র গতানুগতিক একটি শোরুম নয়, এখানে রয়েছে আধুনিক স্থাপত্যের ছোঁয়া। অত্যাধুনিক এই শো-রুমে দুবাই, সিংগাপুর, হংকংয়ের অভিজাত বিপণীগুলোর মতো উন্নত মানের পণ্য পরিষেবা পাবে জুয়েলারিপ্রেমীরা।
যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী
ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮