ঢাকা বুধবার, অক্টোবর ৯, ২০২৪
ঠাকুরগাঁওয়ে অক্সিজেন ভ্যানে জীবন্ত মাছের পোনা পরিবহন বিতরণ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৪-০২-২৯ ০৯:৪৮:০৫
ঠাকুরগাঁওয়ে অক্সিজেন ভ্যানে জীবন্ত মাছের পোনা পরিবহন বিতরণ করা হয়েছে। গতকাল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিট (মৎস্যখাত)-এর আওতায় পোনা ব্যবসায়ী মো: রবি কে অক্সিজেন ভ্যানটি হস্তান্তর করা হয়। ভ্যান হস্তান্তর ও প্রদর্শনের উদ্বোধন করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও'র হেড অব প্রোগ্রাম যামিনী কুমার রায়, হেড অব এইচআর মো. আবুল মনসুর সরকার, ইউনিটের ফোকাল পার্সন বাবুল বণিক এবং সমন্বিত কৃষি ইউনিট (মৎস্যখাত)-এর কো-অর্ডিনেটর মো. হারুন অর রশিদ। ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা খালিদুজ্জামান বলেন এ ধরনের সময়োপযোগী প্রযুক্তি পোনা সরবরাহকারীদের প্রতি ছড়িয়ে দেওয়ার জন্য পিকেএসএফ ও ইএসডিও কে ধন্যবাদ। এই ভ্যানের মাধ্যমে মাছ চাষের ক্ষেত্রে ঠাকুরগাঁওয়ে পোনা পরিবহনের ক্ষেত্রে এক নতুন দুয়ার তৈরি হলো।অন্যদিকে ঠাকুরগাঁও জেলার খামার ব্যবস্থাপক আব্দুল মালেক বলেন এটি একটি অভিনব ও কম খরচের প্রযুক্তি যা পোনা পরিবহনের ক্ষেত্রে বর্তমানে খুবই প্রয়োজনীয়।এছাড়া ইএসডিও এর মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন ঠাকুরগাঁও জেলার অধিকাংশ খুচরা পোনা মাছ সরবরাহকারী সদস্যদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে, যার ব্যবহার খুবই সহজ,এর ব্যবহারের ফলে যেমনি জীবিত পোনার মৃত্যুহার কমবে পাশাপাশি মৌসুম শেষে বড় জীবন্ত মাছ বিক্রি করা যাবে।
বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার-২  ট্রাক জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সেক্টর কমান্ডারের পুজা মন্ডব পরিদর্শন
রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন